জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার অভিনীত আমেরিকান সিরিজ ‘সিটাডেল’ নিয়ে মানুষের মাঝে অনেক কৌতূহল ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাইম অ্যামাজনে তেমন সাড়া ফেলতে পারেনি সিরিজটি। প্রকাশের আগে প্রচারণাতেও বেশ হাইপ তৈরি করেছিলেন প্রিয়াংকাসহ গোটা টিম। কিন্তু তাদের কোনো কৌশলই যেন কাজ করলো না। প্রচারণার জন্য অবাক করা কাণ্ডও করে বসেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে প্রিয়াংকা জানান, কেন বলিউড থেকে চলে যেতে বাধ্য হলেন। কার হুমকিতে বলিউডে কাজ করা হলো না।
শাহরুখের সঙ্গে তিনি প্রেম করতে চাননি, শাহরুখই তাকে অফার করেছিল। যদিও সরাসরি শাহরুখ খানের নাম নেননি। তবে ইঙ্গিত করছেন তার দিকেই।
প্রিয়াংকার জীবনে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় শাহরুখকে নিয়ে। সেই থেকে শাহরুখ ও গৌরীর সঙ্গে তার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। ভারতীয় চলচ্চিত্র গবেষকদের অনেকেই বলছেন, হঠাৎ পুরনো কাসুন্দি ঘেঁটে আলোচনায় আসতে চাইছেন প্রিয়াংকা। এর মূল উদ্দেশ্য নিজেকে নিয়ে ফের আলোচনা তৈরি করা। কিন্তু এসব করেও সিরিজটি হিট করাতে পারলেন না তিনি। প্রাইম অ্যামাজনে ‘সিটাডেল’ না জমলেও বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ‘দাহাদ’ সিরিজ দারুণভাবে আলোচনায় আসে। স্ট্রিমিং ও সাবস্ক্রিপশনে এটি বিগ বাজেটের ‘সিটাডেল’কেও হার মানায়।