চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
আজ শুক্রবার (২ জুন) বিকেল আজ ৪ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
আফছারুল আমিন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। আর মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
প্রবীণ এই রাজনৈতিকের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।