শায়েস্তাগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা ও চালক রফিক মিয়া, বানিয়াচং উপজেলার রঘুচৌধুরীপাড়ার আজির হোসেনের ছেলে জিয়াউল হক ও আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া।

স্থানীয়দের বরাতে ওসি নাজমুল হক কামাল বলেন, সকালে দুইজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিল। ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে কাত হয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।