ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখিকাও। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তার লেখা প্রথম কবিতার বই ‘প্রেমিকার নাম কবিতা’। এছাড়াও এই অভিনেত্রী লিখেছেন বেশ কিছু গানের কথা। সঙ্গে দিয়েছেন সুরও।
সমাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব নায়িকাদের একজন জাহারা মিতুও। প্রায় অভিনয় আর ব্যক্তিজীবনের নানা কথা তিনি শেয়ার করে থাকেন এই মাধ্যমে। এমন কি নিজের লেখা নতুন কবিতার খাতা হিসেবেও এই মাধ্যমকে বেছে নেন তিনি। তবে এবার এই নায়িকা ক্ষোভ উগড়ে দিলেন ফেসবুকে। কাকে নিয়ে এই ক্ষোভ তা স্পষ্ট না করলেও বোঝা গেছে, তাকে নিয়ে মিথ্যা তথ্য ছাড়ানোর জন্যই খেপেছেন তিনি।
জাহারা মিতুর কথায়, ‘মানুষকে অকারণে ছোট করা আমার স্বভাব নয়। তারপরও আজ কিছু বলবো। যদিওবা আমার ব্যক্তিত্বের সঙ্গে এই কথাগুলো যায় না, তাও বলি কিছু মানুষ আছে, পকেটে থাকে না ২০ টাকা। মেসেঞ্জারে এর ওর কাছে টাকা চেয়ে বেড়ায়। কেউ টাকা দিলে সেই টাকার সঙ্গে আর কিছু মিলিয়ে কোনো এক হোটেলে রাতের খাবারটা খেয়ে নেয়। সেই কমদামি পঁচা খাবার খেয়ে আবার তাদের স্বপ্নদোষ হয়। এই স্বপ্নে তারা সিনেমার লোকজন নিয়ে বিভিন্ন রকম সিনেমা দেখে।’
তিনি আরও বলেন, ‘তারপর সকাল বেলা ঘুম থেকে উঠে স্বপ্নে দেখা সেই গল্প আবার সাজাতে বসে। এরপর শুরু হয় গ্রামের চাচাতো বোনদের মতন চুগলিবাজি। বলে- জানিস এর সঙ্গে ওর প্রেম, ওর সঙ্গে এর প্রেম। বাস্তব জীবনে আসলে যার অস্তিত্বই নেই। নিজেদের জীবনে যেহেতু বস্তির মেয়ে জরিনার দেখাও পায় না, তাই অন্যের প্রেম কাহিনি বানাতে এরা ব্যস্ত হয়ে পরে।’
মিথ্যা ছড়ানো মানুষদের উদ্দেশ্যে মিতু বলেন, যাই হোক সেই সব ভাইদের বলছি, কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। পরিশ্রম করে নিজেদের জীবন মান উন্নয়নে মন দিন। টাকা দিয়ে মানুষ পালবো, সেই মানুষ “জাহারা মিতু” না। আমার থেকে সুযোগ-সুবিধা পাবেন না বলে যা খুশি তাই লিখবেন, তাতেও আমার নেগেটিভ পাবলিসিটিতে আপনারাই সাহায্য করছেন। আমার নিজের দ্বারা যেহেতু এসব বাজে কাজ করা সম্ভব না, আপনারাই এসব করতে থাকেন।’
সবশেষে এই নায়িকা বলেন, ‘কানে কানে ফিসফিস করে আর একটা কথা বলি, আমার আগের প্রেমিকদ্বয় বয়সে আমার ছোট ছিল। I love youngers & I just have interest on youngers. তাই এর পর থেকে নিউজ করতে গেলে আমার থেকে ছোট কাউকে নিয়ে প্রেমের রসালো নিউজ করবেন। তাহলে তা বিশ্বাসযোগ্য হবে। আপাতত সিঙ্গেল লাইফটা উপভোগ করতে দিন।’