রিয়াল মাদ্রিদ ছাড়লেন বেনজেমা

ব্যালন ডি’অর জয়ী কারিম বেনজেমাকে আর ধরে রাখছে না রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ছেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও আমাদের অধিনায়ক কারিম বেনজেমা আমাদের ক্লাবে তার অসামান্য ও অবিস্মরণীয় অধ্যায়টার ইতি টানতে সম্মত হয়েছেন। রিয়াল মাদ্রিদ সেই ব্যক্তিটির প্রতি তাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে চায় যিনি ইতোমধ্যেই আমাদের ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি।’

‘কারিম বেনজেমা ২১ বছর বয়সে ২০০৯ সালে আমাদের ক্লাবে যোগ দেন। তিনি আমাদের ইতিহাসের সোনালী সময়ের মূল খেলোয়াড়দের একজন ছিলেন।’

‘রিয়াল মাদ্রিদে বেনজেমার ক্যারিয়ারটা উত্তম ব্যবহার ও পেশাদারত্বের দারুণ এক উদাহরণ হয়ে থাকবে। তিনি আমাদের ক্লাবের মূল্যবোধেরই প্রতিনিধিত্ব করেছেন। নিজের ভবিষ্যতটা কোথায় হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা তিনি নিজেই অর্জন করে নিয়েছেন।’

বেনজেমা যে রিয়াল ছাড়ছেন, তা প্রকাশ পেয়ে গিয়েছিল আগেই। তবে দিনদুয়েক আগে ফরাসি এই তারকা নিজেই জানিয়েছিলেন, রিয়াল ছাড়ছেন না তিনি। তার দুই দিন না পেরোতেই রিয়াল মাদ্রিদ জানাল, তিনি আর থাকছেন না ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটিতে।

ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ হতে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য। প্রতি বছর ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল ক্লাবটি, যাতে বেনজেমা ইতিবাচক সাড়া দিয়েছেন।