আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রসঙ্গত, এর আগে রাজধানীর পর্যটন ভবন মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘এলডিসি গ্রাজুয়েশন ও কৃষিখাতে প্রভাব, করণীয়’ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের দাম ৬০ টাকা রাখার লক্ষ্য রয়েছে তাদের।
তিনি বলেছেন, এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশি। ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে দাম কমে যাবে। আমরা চাই পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি যেন কোনোভাবেই না হয়।