চট্টগ্রামে ৩৭ লাখ টাকার আইসসহ আটক ২

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৯ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নুরুল আলম ভূঁইয়ার ছেলে আইয়ুব খান ভুইয়া (৫৮) ও নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা আফজাল মিয়ার ছেলে বদিউল আলম (৫৫)।

চট্টগ্রামের র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রাম থেকে মাদকের একটি চালান ঢাকায় যাচ্ছে- এমন তথ্য পেয়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে আইসসহ দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজার মূল্য ৩৭ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।