ওমরাহ শুরুর ঘোষণা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ শেষের পর ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে এখন শুধু উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর দেশগুলোর বাসিন্দারা এই সুযোগ পাবেন। দশদিন পর অর্থাৎ আরবি বছরের শুরু থেকে বিশ্বের সব দেশের মুসলিমরা ওমরাহ করতে পারবেন। মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজের।

জিসিসি দেশগুলোর নাগরিক এবং বাসিন্দারা এখন থেকেই নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহ পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

নুসুক আবেদনটি ওমরাহ করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে এবং মদীনায় মসজিদে নববিতে প্রবেশ এবং মহানবীর রওজা মোবারক জিয়ারতের জন্য ব্যবহার করা হয়। তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবেদনকারীর স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা পূরণ করে।

সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, এখন শুধু জিসিসি দেশগুলোর জন্য ওমরাহর অনুমতি দেওয়া হলেও আরবি বছরের শুরু থেকে বিশ্বের সব মুসলিমের জন্য প্রযোজ্য হবে।

সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য দশ লাখ বিদেশি মুসলিমানদের গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। আল আরাবিয়্যাহ টিভি জানিয়েছে, ওমরাহ পরিষেবা প্রদানকারী প্রায় ৩০০ কোম্পানি আবেদন করেছে এবং সংশ্লিষ্ট লাইসেন্স পেয়েছে।

গত সপ্তাহে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, তারা বার্ষিক হজ যাত্রা শেষ হওয়ার পর ওমরাহের নতুন মৌসুমের জন্য ইলেকট্রনিক ভিসা দেওয়া শুরু করেছে।