রাউজানে সড়কে গেল ফায়ারকর্মীসহ ২ জনের প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের বইজ্জ্যাখালী গেট এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- জয় চৌধুরী (২৮) ও অন্তু বিশ্বাস (২৬)।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, নিহত জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারকর্মী। অন্তু বিশ্বাসের পেশা জানা যায়নি। তবে তাদের বাড়ি রাউজানে।

ওসি হারুন বলেন, ‘মোটরসাইকেলে দু’জন আরোহী ছিল। তবে কে বাইক চালাচ্ছিল সেটা নিশ্চিত হওয়া যায়নি। সড়কের এক পাশে ট্রাক পার্কিং অবস্থায় ছিল। চলন্ত মোটরসাইকেল পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে আরোহী দু’জন ছিটকে পড়ে।’

গুরুতর আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।