ঢাকা : ১০ টাকায় টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৫ জুলাই) সকালে চোখ পরীক্ষা করান তিনি।
এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
চোখের পরীক্ষা শেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন শেখ হাসিনা।
এ সময় তিনি হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।
এর আগেও প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন।
২০১৯ সালের ১৯ এপ্রিল ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের ১১ জানুয়ারি এবং ২০২২ সালের ২৯ নভেম্বরও একই হাসপাতালে চোখ দেখান তিনি।