চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবের দায়িত্বে থাকা (উপ-সচিব) খালেদ মাহমুদকে বদলি করে উপ-প্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য একটি আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব হিসেবে সরকারী আবাসন পরিদপ্তরের (গণপূর্ত) উপপরিচালক কাজী শহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান ও আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত দুই চিঠি থেকে এ তথ্য জানা যায়।