খেলাধুলা ডেস্ক : ইউরোপের ফুটবল ছেড়ে মেসি যে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তা তো এখন পুরনো খবর। আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে তাঁর আনুষ্ঠানিক উপস্থাপনাও হয়েছে গত ১৬ জুলাই। এরপর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ভক্ত-সমর্থকরা অপেক্ষায় ছিলেন, কবে মিয়ামির হয়ে মাঠে নামবেন তিনি। অবশেষে আজ তাও সম্পন্ন হয়েছে। আর নিজের নতুন ক্লাবের হয়ে অভিষেকেই দুর্দান্ত এক গোল করে দলকে জিতিয়েছেনও তিনি।
ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের আজকের ম্যাচেই মিয়ামির জার্সিতে মেসির অভিষেক হতে পারে এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে কোচ টাটা মার্টিনো আগেই জানিয়েছিলেন, বদলি হিসেবে নামতে পারেন ফুটবল জাদুকর। অবশেষে হয়েছেও তাই।
ক্রুজ আজুলের বিপক্ষে আজকের ম্যাচে প্রথমার্ধ্বে বেঞ্চে বসেই কাটিয়েছেন মেসি। ডাগ আউটে সতীর্থদের সঙ্গে নিজ দলের প্রথম গোলও উদযাপন করেছেন তিনি। এদিকে মাঠে উপস্থিত দর্শকদের আজ খেলার চেয়ে সাইড লাইনের দিকেই নজর ছিল বেশি। আকুল আকাঙ্ক্ষা নিয়ে তারা অপেক্ষা করছিলেন, কখন আমেরিকায় সবুজ গালিচায় নামবেন মেসি।
অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের ৫৪ মিনিটে প্রথম বারের মত মিয়ামির হয়ে খেলতে নামেন আলবিসেলেস্তে অধিনায়ক। আর বিশ্বজয়ী এ ফুটবলারের মাঠে নামায় দারুণ উন্মাদনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে।
প্রথমার্ধ্বেই প্রতিপক্ষের জালে এক গোল দিয়ে আজ শুরুতেই লিড নিয়েছিল মিয়ামি। তবে মেসি মাঠে নামার দশ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রুজ আজুল। এদিকে মাঠে নামার পর থেকেই নিজের স্বভাব সুলভ দুর্দান্ত খেলা খেলতে থাকেন মেসি। দুর্দান্ত পাস, দুরন্ত ড্রিবলিং আর বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ফাঁকি দিয়ে চিরচেনা সেই দৌড়- সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করতে থাকেন মেসি।
এদিকে মেসির এমন দুর্দান্ত পারফর্মেন্সেও আজ শেষ পর্যন্ত জয়ের দেখা পাচ্ছিল না মিয়ামি। ম্যাচের ৮৭ মিনিটে একবার সতীর্থকে দারুণ এক পাস দিয়ে গোলও করিয়েছিলেন ফুটবল জাদুকর। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় তা। অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ দিকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর অভিষেকেই তাঁর গোলে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। মে মাসের ১৪ তারিখের পর এটিই মিয়ামির প্রথম জয়।