কক্সবাজার : সরকারি বাগানের কাজ শেষে বাড়ি ফেরার পথে কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যার আগে বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাফর আলম (৭০) বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলুদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান সৃজনের কাজ চলছিল। জাফর আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে পড়ে। এসময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, হলদিয়ারঘোনা এলাকায় বাগানে চারা রোপনের কাজ চলছিল। জাফর আলম বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। ইউএনও ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নিয়ম মতো তার পরিবারে ক্ষতি পূরণের অর্থ দেয়ার প্রচেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।