আরটিসি রিভিউ কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এম কাইয়ুম : চট্টগ্রাম নগরের ৭ শতাধিক যানবাহনের রোড পারমিট বাতিল সুপারিশের পরিপ্রেক্ষিতে চট্ট-মেট্রো অটোটেম্পু মালিক কল্যাণ সমিতির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরে সম্প্রতি অনুষ্ঠিত আরটিসি বৈঠকে সকল সদস্যবৃন্দের মধ্যে অটোটেম্পু মালিক পক্ষের কোন প্রতিনিধি না থাকায় ছোট গাড়ির বিষয়গুলি পর্যালোচনা থেকে ব্যাহত হয়।

সভায় কাউন্টার ভিত্তিক একমাত্র মালিক প্রতিনিধি উপস্থিত থাকায় নগরের গার্মেন্টস শ্রমিক, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, দিনমজুরসহ সকল নিম্ন আয়ের মানুষের যাতায়াতের মাধ্যম হওয়াতে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা না করে আত্মঘাতিমূলক যে সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম ইসলাম।

সভায় বক্তারা বলেন, রাজধানীতে ছোট গাড়িগুলো রোড পারমিট নিয়ে চলাচলরত অবস্থায় আছে। অটোটেম্পু মালিক কল্যাণ সমিতির সভায় উল্লেখ করেন। যেসমস্ত মডেলবিহীন গাড়ি বাতিল করেন, গাড়ির মডেল আছে কিন্তু অদ্যাবধি পর্যন্ত পারমিট পায় নাই সেসকল গাড়িকে উক্ত স্থানে চলাচলের পারমিট দেওয়ার সুপারিশ করা হয়।

চট্টমেট্রো অটোটেম্পু মালিক কল্যাণ সমিতির সভায় উল্লেখ্য করা হয়, জরিপ কমিটি কর্তৃক জরিপ করার সময়ে সম্পূর্ণ অনিয়ম দুর্নীতি করা হয়েছে। বিগত ২০১৪ ও ২০১৭ সালের জরিপে আমাদের গাড়িগুলো জরিপ কমিটি দ্বারা জরিপ করার সঙ্গে সঙ্গে একটি স্টিকারের মাধ্যমে আমাদের গাড়িগুলোকে সঠিকতা নির্ণয় করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মালিকেরা ওই সকল জরিপ বিষয়ে কোন আপত্তি করেননি। বর্তমানে ২০২২ সালের জরিপে আমাদের গাড়িগুলোকে জরিপ কমিটি রোড অবমুক্ত স্টিকার প্রদান করেনি এবং কোন তথ্য জানায়নি। যা পরবর্তীতে পাঞ্চিং ও ঘষামাজা বলা হচ্ছে।

‘আমরা মনে করি, তা আদৌ সত্য নহে। উক্ত জরিপের উপর ভিত্তি করে যে সকল গাড়ির মডেল আছে সে সকল গাড়িকে বাদ না দেওয়ার জন্য সুপারিশ করেন। উল্লেখ্য যে, নগরে চলাচল ছোট গাড়িগুলো একমাত্র স্বল্প আয়ের মানুষের চলাচলের সর্বোত্তম বাহন। চট্টগ্রাম শহরের মধ্যে একমাত্র এই সকল ছোট গাড়ির ভাড়া উঠানামা ৫ (পাঁচ) টাকা এবং অন্যান্য গাড়ির সর্বনিম্ন ভাড়া ১০ (দশ) টাকা।’

উক্ত গাড়িকে রোড থেকে বাদ দিয়ে অন্য কোন চিন্তা নগর পরিকল্পনার আত্মঘাতীমূলক বলে মনে করেন নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক হোসেন হাজারী, অর্থ সম্পাদক মো. ফারুক, কাইমুল হুদা কামাল, ইউসুফ, টিপু, মিরাজ শেখ, এমরান হোসেন, মাসুম, শুভ বড়ুয়া, আকবর আলী, মহসিন, মেহেদী, হাসান, সাইফুল ইসলাম রনি প্রমুখ।