লায়ন্স ডিজি টিমের সংবর্ধনা ও খুলশী ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব হস্তানন্তর

লায়ন্স ইন্টারনেশনাল জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ’র নেতৃবৃন্দকে সংবর্ধনা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তানন্তর-গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ এর জেলা গর্ভনর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ।

লায়ন্স কমপ্লেক্সের হালিমা রোকেয়া হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী।

প্রথম অধিবেশনে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন আরশাদুর রহমান (২০২২-২৩ সেবা বর্ষ) গত এক বছরের ক্লাবের সাফল্যে উপস্থাপন করেন এবং নতুন প্রেসিডেন্ট লায়ন মো. আবুল হাসেম (২০২৩-২৪ সেবা বর্ষ) এর হাতে দায়িত্বভার হস্তানন্তর করেন। দ্বিতীয় পর্বে লায়ন্স ইন্টারনেশনাল জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ এর নেতৃবৃন্দের সংবর্ধনা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী ২০২৩-২৪ সেবা বর্ষের নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারী লায়ন ইলিয়াছ রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী পিএমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দিন আহম্মেদ অপু এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী, পিএমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম এমজেএফ, জিএলটি ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু এমজেএফ, এলসিআইএফ ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন আবু মোর্শেদ। জেলা রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন এস এম আবু তৈয়ব, জোন চেয়ারপার্সন-১ অঞ্জন শেখ দাসকেও অভ্যর্থনা জানানো হয়।

আনুগত্য শপথ পাঠ করান লায়ন এমডি আব্দুল মান্নান এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন, উইথ কনসান। সফলভাবে নেতৃত্বে অবদানে ক্লাবের বিদায়ী ক্লাব টিম (২০২২-২৩ সেবা বর্ষ) প্রেসিডেন্ট লায়ন আরশাদুর রহমান, সেক্রেটারী : লায়ন আরিফ সাজ্জাদ চৌধুরী, ট্রেজারার লায়ন অনিরুদ্ধ চৌধুরী জয়কে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।