দুই ‘শ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় নাম জড়ানোর জন্য মানহানির মামলা করেছিলেন নোরা ফাতেহি। তা নিয়েই আদালতে বয়ান দিলেন। নিজের বক্তব্যে ‘ঠগবাজ’ সুকেশের পাশাপাশি জ্যাকুলিন ফার্নান্দেজকেও একহাত নেন তিনি।
সুকেশের আর্থিক তছরুপের মামলায় ইতোমধ্যেই সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। প্রথমে এই মামলায় জ্যাকুলিনের নাম জড়িয়েছিল। তারপর নোরার নামও শোনা যায়। এমনকি, জেলবন্দি সুকেশও নোরার বিরুদ্ধে বক্তব্য দেন।
নিজের আইনজীবী অনন্ত মালিক ও এ কে সিংয়ের মাধ্যমে সুকেশ অভিযোগ করেন, জ্যাকুলিনের বিরুদ্ধে নাকি তার মগজধোলাই করতেন নোরা। দিনে অন্তত দশবার সুকেশকে ফোন করতেন নোরা। ফোন না তুললে লাগাতার ফোন করে যেতেন।
নোরার বিরুদ্ধে সুকেশের থেকে দামি উপহার নেওয়ারও অভিযোগ করা হয়েছিল। এই সমস্ত অভিযোগের জেরেই গত বছরের ডিসেম্বরে নোরা মানহানির মামলা করেন। সেই মামলাতেই নিজের বয়ান দিলেন অভিনেত্রী।
আদালতে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন নোরা। তারপরই পাল্টা আক্রমণ শুরু করেন। অভিনেত্রী দাবি করেন, তাকে বলির পাঁঠা করা হচ্ছিল। যেহেতু তিনি বহিরাগত, তাই তাকে সহজ টার্গেট হিসেবে ভেবে নেওয়া হয়।
নোরা জানান, আসল অপরাধীদের থেকে চোখ ঘোরাতেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। নিজের সৎ চেষ্টায় সুনাম অর্জন করেছেন বলেও জানান তিনি। সুকেশ, জ্যাকুলিন ছাড়াও কিছু ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধেও নাকি অভিযোগ জানিয়েছেন নোরা।