চবক’র আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নিরাপত্তা বিভাগ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা গত ৩১ জুলাই শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাই ব্রেকারে পরিবহন বিভাগকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিরাপত্তা বিভাগ।

গত ১০ জুলাই শুরু হওয়া এই টুর্ণামেন্টে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের রানার্স-আপ হয় পরিবহন বিভাগ এবং ফেয়ার প্লে উইনার হয় প্রশাসন, সচিব, পরিকল্পনা ও ভান্ডার বিভাগের সমন্বয়ে গঠিত টীম। টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন নিরাপত্তা বিভাগের খেলোয়াড় মাহবুবুর রহমান সবুজ এবং সেরা গোল রক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস অর্জন করেন পরিবহন বিভাগের গোলরক্ষক তানভির রেজা। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ০৯ জন সিনিয়র প্লেয়ারকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

চবক এর সদস্য প্রকৌশল কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক ক্রীড়া সমিতির সভাপতি ও পরিচালক (প্রশসান) মোঃ মমিনুর রশিদ (উপ-সচিব), পরিচালক (নিরাপত্তা)লেঃ কর্ণেল মোস্তফা আরিফ-উর রহমান খান, চবক ক্রীড়া সমিতির সহ-সভাপতি ও সচিব মোঃ ওমর ফারুক এবং চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও চীফ পারসোনেল অফিসার মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এর নেতৃবৃন্দ।