‘হট বার্বি’ লুকে নুসরাত

ব্যঙ্গ-বিদ্রুপ আর কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরাত জাহানের। এর মধ্যেই আবার ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ। তবে এসব নিয়ে হয়ত তিনি মোটেই চিন্তিত নন। তাই এবার ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী-সাংসদ।

গ্রেটা গারউইগ পরিচালিত রায়ান গসলিং ও মারগট রবি অভিনীত ‘বার্বি’ সিনেমার জেরেই সোশ্যাল মিডিয়ায় গোলাপি বিপ্লব শুরু হয়েছে। হলিউড-বলিউড-টলিউড নির্বিশেষে একাধিক তারকা এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নুসরাতও বাদ রইলেন না। সাজপোশাকে হলেন বার্বি।

সামাজিক মাধ্যমে হট বার্বি লুকে সুইমিংপুলে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন নুসরাত। ছবির ক্যাপশনে লিখেছেন, গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো এই পোশাক। লেখার নিচেই দিয়েছেন ‘বার্বি’ হ্যাশট্যাগ।

বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি তার বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়ে যায়। সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা আর সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন।