ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীকে তার প্রচার সমাবেশে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতকও নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

দেশটির জাতীয় পরিষদের সদস্য ফার্নান্দো ভিলাভিসেনসিও নামের ওই প্রেসিডেন্ট প্রার্থীকে বুধবার গুলি করে হত্যা করা হয়। ওই সময় তিনি উত্তরাঞ্চলীয় শহর কুইটোতে একটি নির্বাচনী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি হামলার শিকার হন।

তার প্রচারাভিযান দলের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ভিলাভিসেনসিও যখন একটি গাড়িতে উঠছিলেন তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো প্রতিশ্রুতি দিয়েছেন যে এ হত্যাকাণ্ডের জন্য শাস্তি দেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিলাভিসেনসিও (৫৯) তিনবার গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিলাভিসেনসিও (৫৯) তিনবার গুলিবিদ্ধ হন। ছবি- সিএনএন
দেশটির অ্যাটর্নি জেনারেল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সন্দেহভাজন ঘাতককে গুলি করা হয়েছিল। ওই গুলির আঘাতের কারণেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিধানসভা প্রার্থী এবং দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।