চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, ঈশ্বরদী শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে পাকসী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা রেল শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী জাতীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আঃ গফুর, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, রফিকুল ইসলাম মিশু।
রেল শ্রমিক দলের ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানার (নয়ন) সভাপতিত্বে ও শাখার সম্পাদক ছবি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয়, বিভাগীয়, সৈয়দপুর, খুলনা, পাকসীসহ অন্যান্য শাখার সভাপতি সম্পাদক এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করে যথাযথ সাংগঠনিক জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
বিরাজমান পরিস্থিতিতে শ্রমিকদের জীবন ওষ্ঠাগত। গণতন্ত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় সকলে ঐকান্তিকতা আবশ্যক। রেলের রানিং কর্মচারীদের মাইলেজ পূর্বানুরূপ বহাল, ক্রুটিপুর্ন নিয়োগবিধি সংশোধন করা সহ ১০ দফা দাবী আদায়ে ঐক্যবদ্ধ অবিরাম সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।