নতুন রেকর্ড গড়লেন মেসি

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনালে ৪-১ গোলের বড় জয় পেয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। এতে করে নিজের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো ইন্টার মায়ামি। অথচ এই দলটাই একের পর এক পরাজয়ে কোণঠাসা হয়েছিল।

এদিকে এই ম্যাচের আগে মেসির চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সবকিছু উড়িয়ে মায়ামির জার্সিতে টানা ছয় ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি। বিশ্বকাপজয়ী তারকা শুধু মাঠেই নামেননি, টানা ছয় ম্যাচে গোল করে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন।

আগের ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লেখান লা পুলগা। এবার চলে গেলেন ধরাছোঁয়ার বাইরে। আর অভিষেক মৌসুমে টানা ছয় ম্যাচে ৯ গোলের রেকর্ড এখন কেবল মেসির ঝুলিতেই উঠলো। এবার নিজের গড়া এই রেকর্ড ভাঙতে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবেন তিনি।

এদিন বরাবরের মতোই ম্যাচের ৩ মিনিটে সের্গেই ক্রিভতসভের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন জোসেফ মার্টিনেজ। এরপরই স্কোরশিটের নাম লেখান উড়তে থাকা লিওনেল মেসি। ম্যাচের ২০ মিনিটের সময় মিয়ামির লিড দ্বিগুণ করেন বিশ্বকাপজয়ী তারকা। তবে ম্যাচে মেসির এই গোল সবার দৃষ্টি কেড়েছে।

৩০ গজ দূর থেকে মেসির বাঁ পায়ের শট ফিলাডেলফিয়ার বুক ছিন্নভিন্ন করে বল জালে জড়ায়। সে সময়ে দলটির গোলরক্ষকসহ আরও তিন ডিফেন্ডার চেয়ে চেয়ে মেসির গোল দেখেছেন, প্রতিরোধ করার সুযোগ পাননি। এটি ছিল মায়ামি ক্যারিয়ারে মেসির ৯ম গোল। টানা ছয় ম্যাচে গোল পেলেন খুদে জাদুকর।

সেই সঙ্গে লিগস কাপে অনন্য রেকর্ড গড়লেন এ তারকা। তার আগে লিগস কাপে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড আর কারো কারো নেই। ইএসপিএন জানাচ্ছে মেসি ক্যারিয়ারে এর চেয়ে বেশি দূরত্ব থেকে মাত্র একটি গোলই করেছেন।