ঢাকা : অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে শুরু করেছ। দেশটি বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।
সোমবার (২১ আগস্ট) শ্রীলঙ্কা থেকে ঋণের প্রথম কিস্তি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জানান, গত ১৭ আগস্ট শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। ৩০ আগস্টের মধ্যে ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে চেয়েছে। তারা এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশা প্রকাশ করেছে।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কা ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদী ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।
গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিকভাবেও দেউলিয়া হয়ে পড়ে শ্রীলঙ্কা। করোনা মহামারির কারণে পর্যটন শিল্পে ধস নামায় গভীর সংকটে পড়ে দেশটি। তবে এখন অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা।