সেই চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি

 

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার জেনি হারমোসার ঠোটে চুমু দিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। এ নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়, তখন এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করলেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান।

নারী ফুটবল বিশ্বকাপ খুব টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়। ফাইনালে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালেস। বিশ্বজয়ী হওয়ার উন্মাদনায় নিজেকে ধরে না রাখতে পেরে দলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার জেনি হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি।

ঘটনার শিকার জেনি হারমোসা ইনস্টাগ্রাম পোস্টে জানান তিনিও এ ঘটনা পছন্দ করেননি। তিনি বলেন, ‘আমি মোটেও একে পছন্দ করিনি।’ তবে পরে তিনি রুবিয়ালেসের পক্ষই নেন। বললেন, এটা সাধারণ একটি ঘটনা। অতি আবেগ থেকে হয়তো এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

এই ঘটনায় স্পেনের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে চরম কটাক্ষের শিকার হতে হয় তাকে। চারদিকে তুমুল হইচই পড়তেই সোমবার বিকেলে ক্ষমা চান রুবিয়ালেস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি বলেন, ‘আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা ঝামেলার সৃষ্টি করা হচ্ছে।’

এ ঘটনার পর রুবিয়ালেস স্পেনের রাজনীতিবিদদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হন। মন্ত্রী আইরিন মন্টেরো বলেন যে, ‘এটি যৌন সহিংসতার প্রদর্শন। স্পেনে প্রতিদিন অহরহ এমন ঘটনা ঘটছে।’

স্পেনের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকেল আইসেটা একে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, ‘সোমবার যে ঘটনাটি ঘটেছে তা অগ্রহণযোগ্য। প্রথমত এ ঘটনার ব্যাখ্যা দিতে হবে তাকে এবং ক্ষমা চাইতে হবে।’

ইংরেজি পত্রিকা ডেইলি মিরর জানিয়েছে, রুবিয়ালেস ফাইনাল পরবর্তী পদক বিতরণী অনুষ্ঠানের সময় একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে চুম্বন করেছিলেন তাদের সঙ্গে আলিঙ্গনও করেন। ম্যাচের পরপরই ড্রেসিংরুমে প্রবেশ করেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি। সেখানে তিনি ঘোষণা দেন, পুরো চ্যাম্পিয়ন ইবিজায় ছুটি কাটাতে যাবে। এর সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে তিনি সেখানে হারমোসোকে বিয়ে করবেন।