বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশের ফুটবল। এর আগে ক্রিকেট ও হকিতে খেলোয়াড়দের নিলাম হলেও ফুটবলে এই প্রথম।
আসন্ন ফুটবল মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩ ক্লাব মোহামেডান, ব্রাদার্স ও শেখ রাসেল বাফুফের কাছে একাডেমির খেলোয়াড় চেয়েছিল। তিন ক্লাব যে তালিকা বাফুফেতে দিয়েছিল সেখানে কয়েকজন খেলোয়াড় তিন ক্লাবের চাহিদাতেই ছিল। এমন কি পারিশ্রমিকের অংকও ছিল কাছাকাছি। কোনো ক্লাবকে বঞ্চিত কোনো ক্লাব খেলোয়াড় দেবে সে ঝুঁকি না নিয়ে বাফুফে ১০ ফুটবলারকে উম্মুক্ত নিলামে উঠাচ্ছে আজ শনিবার।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিকেল ৩ টায় হবে এই নিলাম। তবে খেলোয়াড় চাওয়া তিন ক্লাবের জন্যই নয়, এ নিলাম উম্মুক্ত প্রিমিয়ার লিগের সব ক্লাবের জন্য।
বাফুফে ১০ খেলোয়াড়কে দুই ক্যাটাগরিতে ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছে। এর পর ক্লাবগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের জন্য দাম হাঁকাতে পারবে।
নিলামে যে ১০ ফুটবলার
ক্যাটাগরি ‘এ’ : ভিত্তিমূল্য ৫ লাখ টাকা
গোলরক্ষক: মো. আসিফ, সেন্টারব্যাক: আজিজুল হক অনন্ত, মিডফিল্ডার: সাজেদ হাসান জুম্মন, চন্দন রায়, ফরোয়ার্ড: মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা।
ক্যাটাগরি ‘বি’: ভিত্তিমূল্য ৪ লাখ টাকা
লেফটব্যাক: সিরাজুল ইসলাম রানা, রাইটব্যাক: রুবেল শেখ, সেন্টারব্যাক: ইমরান খান, ফরোয়ার্ড: সুমন সরেন।