সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লেগে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে আনার পর মৃত্যু হয় আরও একজনের।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোঃ মিজান (৩৪), মোঃ হোসেন (২৯) ও মোঃ ইস্কান্দার আলী (২৮)। তারা সীতাকুণ্ড মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আহতরা হলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, উপপরিদর্শক (এসআই) সুমন শর্মা (৩২) ও পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান ,দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যগন দায়িত্ব পালনে ফকিরহাট গিয়েছিল। রেল লাইনে কোন সিগনাল না থাকায় পুলিশের ভ্যানটি রেল লাইন পার হচ্ছিল এমন সময় সোনার বাংলা এক্সপ্রেক্সটি চলে আসে এবং সংঘর্ষ ঘটে।