কৃষি মার্কেটে পুড়ে ছাই শত শত দোকান

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে ভোর রাতে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। জ্বলছে অবিরতভাবে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর সহায় সম্বল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকেও মার্কেটের ভেতরে বিভিন্ন দোকান আগুনে পুড়তে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার ভোররাত সোয়া তিনটা নাগাদ মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সংস্থাটি রাত ৩টা ৪৩ মিনিটে আগুনের খবর পায় এবং রাত ৩টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

শুরুতে চারটি ইউনিট আসলেও একে একে ১৭টি ইউনিটের ১৪৮ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজ শুরু করেন।

তবে আগুন লাগার পর সোয়া পাঁচ ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।

এ দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পানির সহযোগিতা দিচ্ছে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী।