চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১২৪ জন। এ নিয়ে জেলায় চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে, ৬ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৬৪ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মৃত্যু হয়েছে। তাকে ১২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠিকানা সীতাকুণ্ড লেখা আছে। এছাড়া মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ হিসেবে উল্লেখ আছে প্রতিবেদনে।
নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দুই বছর দুই মাস ১১ দিন বয়সী ফাহিমা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠিকানা নগরীর আকবর শাহ উল্লেখ আছে। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ হিসেবে উল্লেখ আছে প্রতিবেদনে।
চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ৬৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৭ হাজার ৩৪৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিল।