গত বছরের শেষ দিকে এসে সংসার ভাঙার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। সেসময় জানান, এক বছর আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এবার সংবাদমাধ্যমকে স্বাগতা জানালেন ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্বাগতা চলতি বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন উল্লেখ করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’
তবে বরের পরিচয় প্রকাশ করেননি স্বাগতা। একাধিক সূত্রে অবশ্য জানা গেছে, হাসান আজাদকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী। একসঙ্গে গান করেন তারা। এরইমধ্যে তাদের একাধিক গান প্রকাশ পেয়েছে।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর স্বাগতা বলেছিলেন, ‘আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।