বিশ্বকাপে ৫ ম্যাচ খেলব- এ কথা কখনো বলিনি: তামিম

তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে নেই। তা নিয়ে চারদিকে নানা কথা। একেক গণমাধ্যমে একেকরকম কারণ উঠে এসেছে। সবার আগে যে কথাটা ছড়িয়ে পড়েছিল, তামিম ইকবাল বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না, তা শুনে খেপেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তবে বুধবার (২৭ সেপ্টেম্বর) লাইভে এসে এই ৫ ম্যাচ খেলার খবরটি অস্বীকার করলেন তামিম ইকবাল। তামিম বলেন, এই খবর কে ছড়িয়েছে তিনি জানেন না।

তামিম ফেসবুক লাইভে বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কখনও বলিনি ৫টার বেশি ম্যাচ খেলতে পারব না। এই কথাটা আমি কখনও বলিনি। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কিভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।’

‘আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন’— যোগ করেন তামিম।