বায়েজিদে আমিন কলোনিতে আগুন

চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল সংলগ্ন আমিন কলোনিতে আগুনে বেশকিছু দোকান, গুদাম ও বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার (৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আমিন কলোনিতে ভোর সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। কলোনির বসতঘরে লাগা আগুন দ্রুত পাশের ঝুটগুদামে ছড়িয়ে পড়ে। আগুনে কলোনির সাতটি বসতঘরের ৪৮টি কক্ষ, বিভিন্ন মালামালের ছয়টি দোকান ও ঝুট কাপড়ের দুইটি গুদাম পুড়ে গেছে বলে জানান তিনি।

খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ, কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে কাজ করে সবাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, চুলার আগুন, মশার কয়েল কিংবা গুদামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।