চট্টগ্রাম শহরে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের সংগঠন ‘রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম’র বর্ধিত সভা শনিবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. নুরুল আনোয়ার।
সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য শিক্ষানুরাগী খালেদ মাহমুদকে সভাপতি ও অধ্যাপক মো. নুরুল আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রামের কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের বিভিন্ন জনহিতকর ও সমাজসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বর্ধিত সভায় বক্তব্য রাখেন খালেদ মাহমুদ, অধ্যাপক নুরুল আনোয়ার, এডভোকেট সেকান্দর চৌধুরী, লায়ন সিএসকে সিদ্দিকী, অধ্যাপক ড. রাশেদুল আলম, মানবাধিকার সংগঠক মাওলানা জহুরুল আনোয়ার, নুরুল আবছার তালুকদার, অনিমেষ বড়ুয়া, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, ফারুক আহমদ তালুকদার, ইঞ্জি. তাজ মোহাম্মদ, ইঞ্জি. অলি আহামদ, অধ্যাপক মাহবুবুল আলম, দিদারুল আলম, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। সভায় দ্রুত সময়ের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়।