বুসান জয় করল নাসির উদ্দিনের ‘বলী’

ওটিটি মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন নাসির উদ্দিন খান। এরপর ঘাটি করেছেন চলচ্চিত্রে। ‘প্রহেলিকা’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবার তার অভিনীত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার) জিতে নিয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার।

বুসান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোর নাম। নিউ কারেন্টস বিভাগে পুরস্কারজয়ী সিনেমাগুলোর তালিকায় রয়েছে ‘বলী’। বাংলাদেশি সিনেমার মধ্যে এ ছবি-ই সর্বপ্রথম পুরস্কারটি পেল।

এদিকে একই বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‌ ‘মোরি তাতসুয়া’ নামের একটি সিনেমা। পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোকে দেওয়া হয়েছে ৩০ হাজার ডলার। আজ শুক্রবার পর্দা নেমেছে বুসান চলচ্চিত্র উৎসবের। সমাপনীর দিন-ই প্রকাশ করা হয়েছে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম।

‘বলী’ পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এতে নাসির উদ্দিনকে দেখা গেছে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে। তিনি ছাড়াও অভিনয় করেছেন চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল শিল্পী।

‘বলী’ ছাড়াও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ নামের আরও দুটি চলচ্চিত্র অংশ নিয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে। এ বছর বুসানের ২৮তম আসর বসেছিল। এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয় বুসান চলচ্চিত্র উৎসবকে।