ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলা ১ম যুব সমাবেশ -২০২৩ বিবিরহাট জে ইউ পার্কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর পৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
সমাবেশে ফটিকছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সহ প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকহাজার অংশগ্রহণকারীদের রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন, সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরিকল্পনা, সোশ্যাল মিডিয়ায় রেড ক্রিসেন্ট কার্যক্রম প্রচার সেশনের মাধ্যমে শিক্ষা মূলক তথ্য প্রদন করে।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খানের সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি, সম্মানিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৌহিদুল আলম,ফটিকছড়ি সরকারি টেকনিক্যালের অধ্যক্ষ প্রকৌ. জ্যােতি কর খীসা নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিজয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ।এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের, মোঃ ইলিয়াস চৌধুরী, হাবিব মাহমুদ সাজ্জাদ, রায়সুল ইসলাম এমিলি, প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, যুবকরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্ক্রতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহনকারী।
জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে যুবকদের কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। ডিজিটাল বাংলাদেশের পর প্রধানমন্ত্রী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ নির্মাণর ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে এগিয়ে আসতে হবে যুবকদের। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমে যেমন গ্রামকে শহর বানিয়েছেন, তেমনি স্মার্ট বাংলাদেশ গঠন করতে স্মার্ট সিটি, স্মার্ট নগর, স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম গড়তে হবে, স্মার্ট হতে হবে সব কিছু। স্মার্ট বাংলাদেশ গড়তে যাদের ভুমিকা বেশি তারা বেশিরভাগই হবে তরুণ। তরুণদের ছাড়া স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়।