‌‘হামুন’র তাণ্ডবে লণ্ডভণ্ড কক্সবাজার, ৩ জনের মৃত্যু

কক্সবাজার : মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘হামুন-এর অগ্রভাগ কক্সবাজারের কুতুবদিয়া এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করে। আর মুহূর্তেই যেন শহর ও আশপাশ অঞ্চলে বিভীষিকা নেমে আসে। ভেঙে পড়েছে গাছপালা। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। পুরো শহর অন্ধকারে। মোবাইল নেটওয়ার্ক মিলছে না। আহত কমপক্ষে ২৫ জন হাসপাতালে। বিমান চলাচলও বন্ধ।

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর তাণ্ডবে লণ্ডভণ্ড পর্যটন নগরী কক্সবাজার। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। গাছ ও দেয়াল চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ঝড়ে আহত ২৫ জনকে সদর হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘হামুন-এর অগ্রভাগ কক্সবাজারের কুতুবদিয়া এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করে। আর মুহূর্তেই যেন শহর ও আশপাশ অঞ্চলে বিভীষিকা নেমে আসে।

ঝড়ের আঘাতে একে একে উপড়ে পড়তে থাকে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ঝড়ের সঙ্গে ছিল মুষলধারার বৃষ্টি। রাত ১২টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছিলো। ওই সময়ে এসে বাতাসের গতিবেগ না থাকলেও পুরো নগরী ডুবে আছে অন্ধকারে।

ঝড়ের সময় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে অনেক পথচারী এবং গাড়িচালক আহত হয়েছেন। বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক পর্যটক। হোটেলগুলোর অনেক হোটেলেই জেনারেটরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সুবিধা না থাকায় তাদেরকে সময় কাটাতে হচ্ছে অন্ধকারে। মোবাইল নেটওয়ার্ক ভেঙে পেড়ছে। মোবাইল ফোন সেটের চার্জ শেষ হয়ে যাওয়ায় অনেকেই যোগাযোগ করতে পারছেন না স্বজনদের সঙ্গে।

মঙ্গলবার দুপুরের দিকেই ঘোষণা দিয়ে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়েছিল। বুধবার দুপুরের আগে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠা-নামা শুরু হচ্ছে না বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

ঝড় ও বৃষ্টিতে ধসে পড়া দেয়াল ও গাছ চাপায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন আবদুল খালেক কক্সবাজার শহরে পাহাড়তলীতে দেয়াল চাপায় মারা যান। মঙ্গলবার রাত ৯টায় পাহাড়তলীর জিয়া নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হামুন’। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বইছিল। ওই সময় আবদুল খালেক বাসায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির দেয়াল তার ওপর ধসে পড়ে। বাড়ির লোকজন হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় কাউন্সিলর ওসমান সরওয়ার আলম টিপু বলেন, মারা যাওয়া যুবক এলাকায় সুপরিচিত ছিলেন। তার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুন এর তান্ডবে গাছ পড়ে বদরখালীতে আসকর আলী নামে একজন প্রাণ হারিয়েছেন। চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গাছ পড়ে তিনি মারা যান। তিনি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য ছিলেন।

এছাড়া মহেশখালীর বড় কুলালপাড়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

প্রবল বাতাসে গাছ উপড়ে পড়ে বাংলাবাজার ও হিমছড়িতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাচারী পাহাড় এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে। ঝড়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন। আবহাওয়ার ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার কথা জানানো হয়। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে কক্সবাজার ও আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়। গাছ ও দেয়াল চাপায় আহত হন অনেকে।