নাশকতা ঠেকাতে সারাদেশে কঠোর র্যাব-বিজিবি
বিএনপি-জামায়াতের ডাকা চলমান দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, র্যাব সারাদেশে ৪৬০টি টহল টিম মোতায়েন করেছে। এরমধ্যে ঢাকায় ১৬০টি টহল টিম দায়িত্ব পালন করছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঢাকাসহ সারাদেশে জ্বালাও-পোড়াও রুখতে র্যাবের টহল টিম বাড়ানো হয়েছে। সড়কে যেন যান চলাচল স্বাভাবিক থাকে এবং যানবাহনকেন্দ্রিক নাশকতা কেউ যেন চালাতে না পারে সেজন্য এই টহল বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নাশকতাকারী যেই হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি যানবাহনের শ্রমিক ও অন্যান্য সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
মাঠ পর্যায়ে যান চলাচল স্বাভাবিক করতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি বাড়াতে গতকাল (৫ নভেম্বর) আইজিপির নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সকল গোয়েন্দা প্রধান এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে মশিউর রহমান রাঙ্গা ও শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শাহজাহান খান উপস্থিত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে মশিউর রহমান ও শাহজাহান খানের দাবির প্রেক্ষিতে ঢাকাসহ সারাদেশে র্যাব ও বিজিবির টহল দল বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
শুধু র্যাব বা বিজিবি নয়, পুলিশেরও রিজার্ভ ফোর্স মাঠে নামানো হয়েছে। পুলিশ বলছে, অব্যাহত জ্বালাও-পোড়াও বন্ধে পুলিশের রিজার্ভ ফোর্স মাঠে নেমেছে। সারাদেশের অন্তত অতিরিক্ত ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।
এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।