শাহ্ বজলুর রহমান এবতেদায়ী মাদ্রাসা ও বঙ্গবন্ধু ইসলামী পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী পাঠাগার, হযরত হাফেজ শাহ্ বজলুর রহমান (রহ.) এবতেদায়ী মাদ্রাসা ও হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) সুন্নী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, গাউছুল আজম জিলানীর ওরশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের আন্দরঘোনা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এসব প্রতিষ্ঠান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত এ জে এস এম গোলামুর রহমান আশরাফ শাহ্।

উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা হাবিবুর রহমান ফারুক, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, প্রকৌশলী এসএম সফিউল আযম, নুর মোহাম্মদ মেম্বার, আহমদ সাঈদ, ডা. মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য আহমদ সৈয়দ, হাফেজ মাওলানা আবুল কালাম, মাওলানা নজরুল ইসলাম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব কামাল সওদাগর ,মাওলানা জালালউদ্দিন আলকাদেরী, মাওলানা মোহাম্মদ আলী নঈমী, কারী মাওলানা সৈয়দুর রহমান, আবুজাফর মাস্টার, আহমদ সৈয়দ মেম্বার, শেখ মোহাম্মদ কুতুব উদ্দিন, জানে আলম , আবুল হাশেম কন্ট্রাকটার, মোহাম্মদ হারুন, মাহবুবুলআলম, মাহমুদ আলম চৌধুরী সাদী, মাওলানা আরিফুর রহমান, মাওলানা শাহআলম,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ বশির, মাওলানা মোহাম্মদ আসিফ, আবু বকর, আলম, ফজলুর রহমান রুবেল, মোহাম্মদ মামুন, আলী আকবর, মীর আহমদ, জেয়র মুল্লুক, আহমদ সৈয়দ, মুরশেদুল আলম, মহরম আলী, আবদুশ শাকুর, মোহাম্মদ সেলিম, আবদুল হামিদ, মনসুর আলম নবী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজউদ্দিন প্রমুখ।