চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা সাগর উপকূল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। রবিবার সকাল ১০ টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর।
স্থানীয় সূত্রে জানা যায, রোববার সকালে সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে একটি লাশ সাগরে ভাসতে দেখে স্থানীয় উপকূলবাসী। পরে কুমিরা নৌ পুলিশকে খবর দিলে তারা ও গাউছিয়া কমিটি যৌথভাবে লাশটি উদ্ধার করেন। কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোঃ নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে এক কিশোরের লাশ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে কিশোরের লাশটি উদ্ধার করি।
জানা যায়, শুক্রবার ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে কুমিল্লায় একটি পাথর বোঝাই লাইটারেজ জাহাজ সাগরে ডুবে যায় সেখানে থাকা অন্যরা সাতার কেটে তীরে উঠলেও সে পানিতে তলিয়ে যায়। তার নাম এমদাদ হোসেন, বাড়ি কুমিল্লার নাঙলকোট এলাকায়।
সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেছেন কুমিরা নৌ পুলিশ একটি লাশ উদ্ধার করেছেন। তার নাম এমদাদ হোসেন। নিহত এমদাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।