কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে আসরার সন্ত্রাসীরা। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ ক্যাম্প-১৯ এর ব্লক-এ/৮ এ ইয়াছিন জোহারের দোকানের রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন।
নিহত আতাউল্লাহ (৫০) উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৯ ব্লক এ এর মৃত জালাল আহমেদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা উখিয়ার থাইংখালীস্থ এফডিএমএন ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার আতাউল্লাহ’কে মৃত ঘোষনা করেন।
ওসি আরো জানান, এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারিদের ধরতে অভিযান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।