হাটহাজারীতে দুটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে নতুন রাস্তার মাথা এলাকায় রাবার ও পাথর বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফটিকছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী রাবার বোঝাই ট্রাকের চালক ফটিকছড়ি উপজেলা দাঁতমারা ইউপির ১নং ওয়ার্ডের জিলতলী গ্রামের মোহাম্মদ আলমগীর (২৮) ও সহকারী রুবেল (২৬) ঘটনাস্থলে নিহত হন। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
অপরদিকে খাগড়াছড়িমুখী পাথর বোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।