কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উত্তর ধূরুং ইউনিয়নের সতরুদ্দিন গ্রামে পানি ডুবির ঘটনা ঘটেছে।

প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, মঙ্গলবার সকাল ৮টায় সতরুদ্দিন গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়ের মোঃ রেজাউল করিমের ছেলে আহাদ উল্লাহ (৪) ফুফুর বাড়ির পুকুরে তলিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ সোহেল রানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।