দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন। এর আগে চারদিনে ২১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানির পঞ্চম দিনে আধাবেলায় তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ইসির আইন শাখা জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত শুনানিতে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একটি আবেদন বিচারাধীন। একটি আবেদনের বাদী অনুপস্থিত। আর ৩০ জনের আবেদন না মঞ্জুর হয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।