ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহিউদ্দিন ভাইয়ের নাম রাখবে— প্রত্যাশা করে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘নওফেল মহিউদ্দিন ভাইয়ের নাম রাখবে। সে আমার সন্তান, তার জন্য অনেক দোয়া ও শুভকামনা।’
বুধবার (২০ ডিসেম্বর) নগরীর উত্তর খুলশীতে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে সাক্ষাৎ ও দোয়া চেয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় নওফেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন নুরুল ইসলাম বিএসসি। দু’জন বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমি যেহেতু ওই এলাকার সংসদ সদস্য ছিলাম সবসময় আমি চট্টগ্রাম-৯ আসনের খবরাখবর রাখি। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুনাম আমি সবসময় এলাকাবাসী কাছে শুনতে পাই, এতো কাজ করে, মানুষ তাঁর এতো গুণগান করে- আমি অভিভূত হয়ে যাই।’
এসময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘তিনি আমার বাবার সহকর্মী ও পিতৃতুল্য। তাঁর সাথে সাক্ষাৎ করতে পেরে এবং দোয়া নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বিশিষ্ট শিক্ষা অনুরাগী, তাঁর যে শিক্ষার প্রতি অনুরাগ তা সারাদেশের মানুষ জানে। আমার মরহুম পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকেও দেখেছি উনার কাছ থেকে অনেক সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে পরামর্শ নিতেন। আমাদের প্রয়াত নেতা এম.এ মান্নান, আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং নুরুল ইসলাম বিএসসি সাহেবের আমলেই কিন্তু বাকলিয়ায় উন্নয়নগুলো হয়েছে যার ধারাবাহিকতা আমি অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছি।’
‘তিনি (নুরুল ইসলাম বিএসসি) বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে একাই শিক্ষা প্রতিষ্ঠানসহ যা কাজ করেছেন তা অন্যদলের অনেক বড় বড় সব নেতা মিলেও করতে পারিনি। আশা করি, এর সুফল আমরা নির্বাচনে পাবো।’— বলেন নওফেল।
এই সময় নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু উপস্থিত ছিলেন।