চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-৭ আসনের রাঙ্গুনিয়া উপজেলার ৯৫ ও বোয়ালখালী উপজেলার ৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ চলে। রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। প্রায় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট ও সমর্থকদের সরব উপস্থিতি পাওয়া যায়। মোট ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৯৫টি ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রের সর্বশেষ বেসরকারি ফলাফল আজ রাত ৯টায় ঘোষণা করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলার ৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৫৮ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট ইকবাল হাছান মোমবাতি প্র্তীকে পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট।
বোয়ালখালীর শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নৌকা প্রতিকে পেয়েছেন ১১ হাজার ১১৮ ভোট ও ইসলামী ফ্রন্ট্রের এডভোকেট ইকবাল ৫৩৪ ভোট।
দুই উপজেলার মোট ১০৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ (নৌকা) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট, ইসলামী ফ্রন্টের ইকবাল হাছান (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট, জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট, ইসলামীক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট। ১০৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯১।
এরমধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬, মোট ৬৯.৪৩ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার ইউএনও রায়হান মেহেবুব এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।