পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট এর উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে ঈদের দিন চট্টগ্রাম জেলা ইউনিট কর্তৃক পরিচালিত জেমিসন মাতৃসদন হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন এলাকায় ভাসমান মানুষ, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত শিশু ও নিরাপত্তা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এবং রান্না করা সেমাই দিয়ে আপ্যায়ন করার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা হয়।
উল্লেখ্য, রমজানে মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে একটি পরিবারকে স্বচ্ছল করার উদ্দেশ্যে একজন মহিলাকে একটি সেলাই মেশিন ও একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং মাসব্যাপী চট্টগ্রাম শহর সহ জেলার ১৫ টি উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, মেয়েদের সেইফ হোম উপলব্ধিদসহ প্রতিবন্ধীদের ইফতার ও সেহেরিতে রান্না করা ৯৮০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসব কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, জেলা রেড ক্রিসেন্ট কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সিনিয়র যুব সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ-দৌল্লা সুজন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান প্রিয়ন্ত পাল, আইসিটি, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগীয় প্রধান মোঃ আবদুর রহমান সহ যুব স্বে”ছাসেবকরা।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন মানব সেবার মাধ্যমে প্রকৃত আনন্দ খুজে পাওয়া যায়। এই ঈদে যারা জরুরী সেবা প্রদানের উদ্দেশ্যে বাসার বাইরে আছেন তাদের ঈদের আনন্দ কিছুটা কম তাই সেসকল মানুষের কথা চিন্তা করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব সদস্যদের এই আয়োজন। এইদিন সকল শ্রেণির পেশার ৩০০ মানুষের মাঝে রান্না করা সেমাই বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই রকম সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।