ঐতিহ্যবাহী চট্টগ্রাম টাইগার ক্লাবের উদ্যোগে এলাকার অসহায়, দরিদ্র মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল বিকাল ৩টায় কদমতলী মোড়ে অনুষ্ঠিত ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন টাইগার ক্লাবের সভাপতি শেখ মো: আইয়ুব লিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওয়াহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ইদ্রিস কাজিমী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসীন. ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবদুর শুক্কুর সাওদাগর ও মোসলেম উদ্দিন নোয়াব। বক্তব্য রাখেন আলমগীর শরীফ, রাশেদ, মানিক, সায়েম, দিদার, ফয়সাল, আনিসুর রহমান রনি, সালাউদ্দিন শরীফ, লিটন, মান্নান, মিজান, জীবন, আসাদ, শাহেদ, সাজ্জাদ, পাবেল, শাহা, ইমন ও দেলোয়ার প্রমুখ।
ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করেছে। বক্তার টাইক্লাবের উদ্যোগে অসহায় মানষের পাশে দাঁড়ানোর জন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে শেখ মো: আইয়ুব লিটু বলেন, টাইগার ক্লাব কোন রাজনৈতিক সংগঠন নয়। আমরা আত্মমানবতার সেবা করার জন্য কাজ করছি। সরকারের সকল কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি।