বিএমএফ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএমএফ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল নগরের  বহাদ্দারহাটস্হ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা ও পিডিবির চট্টগ্রাম জোনাল ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন।

যুগ্ম সম্পাদক রিদুয়ানুল আলম ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আকতার উদ্দিন রানা

বিশেষ অতিথি ছিলেন, লাইফ মেম্বার মেজর সার্জন (অব:) আজিজুর রহমান, লাইফ মেম্বার নুর মোহাম্মদ তালুকদার, নুরুল কবির চৌধুরী কাইসার,কাজী মাদল, বিএমএফের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জেসমিন আফরোজা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নন্দিতা দাশ গুপ্ত, মহানগর কমিটির প্রস্তাবিত সভাপতি আবদুল আলীম রানা, সহ সভাপতি মোহাম্মদ  সেলিম,লোকমান মিয়া প্রমুখ।

বক্তব্য রাখেন উপ-আইন বিষয়ক সম্পাদক আয়শা আকতার, মোহাম্মদ নেছার, উপ অর্থ সম্পাদক ফরিদা ইয়াছমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন, আবদুল জলিল,মহানগর কমিটির মিল্টন চৌধুরী রাজীব,মহি উদ্দিন কাদের ও সামশুল হক মানিক প্রমুখ।