লিটন দাস নেই কলকাতার একাদশে

কলকাতার একাদশে নেই লিটন কুমার দাস। এক ম্যাচ খেলেই জায়গা হারিয়েছেন তিনি। তার জায়গায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে নারায়ন জগদিশানকে৷

আইপিএল অভিষেকটা কোনোভাবেই মনে রাখার মতো ছিল না লিটন দাসের। কলকাতার হয়ে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন তিনি। উইকেটের পেছনেও পারফরম্যান্স ছিল নাজুক। মিস করেন সহজ দুইটি স্ট্যাম্পিং। ফলে তীব্র সমালোচনা উঠে তাকে ঘিরে।

প্রথম ম্যাচেই এমন বিবর্ণ পারফর্মেন্সের পর আজ নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে কলকাতা। ইডেন গার্ডেনে টসে জিতে বোলিং নেয়া নাইটরা একাদশ সাজিয়েছে ৪ পরিবর্তন নিয়ে।

তবে একাদশে জায়গা না হলেও লিটন আছেন কলকাতার বিকল্প পাঁচ খেলোয়াড়ের তালিকায়। অর্থাৎ প্রয়োজনে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামতে পারবেন। যেখানে একমাত্র বিদেশী তিনিই।

কলকাতা একাদশ
জগদীশন, জেসন রয়, নিতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনিল নারাইন, ডেভিড ভিসা, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, ভরুন চক্রবর্তী ও উমেশ যাদব।

ইমপ্যাক্ট ক্রিকেটার
মন্দীপ সিং, অনুকূল রয়, ভিবাভ আরোরা, লিটন দাস ও ভেঙ্কাটেশ আইয়ার।