রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের শশুরবাড়িতে বেড়াতে গিয়ে শাহনাজ বেগম (৪৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিখোঁজ হয়েছেন।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে চন্দনাইশ থানার সাতবাড়িয়া এলাকার বাড়ি থেকে বেড়িয়ে গত পাঁচদিনেও তিনি ফেরত আসেন নি।
এদিকে নিখোঁজের স্বামী আবুল কাশেম এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন।
যেখানে তিনি উল্লেখ করেছেন, ঈদের পরদিন ২৩ তারিখ রাঙ্গামাটি থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে চন্দনাইশের সাতবাড়িয়ায় নিজ বাড়িতে বেড়াতে যান। ২৫ এপ্রিল কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান তার স্ত্রী শাহনাজ।
তিনি বলেন, গত পাঁচদিন ধরে চন্দনাইশ, আনোয়ারা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও স্ত্রীর সন্ধান পায়নি। মায়ের খোঁজে আমার সন্তানেরা পাগল প্রায়।
নিখোঁজ শাহনাজের ছেলে পারভেজ মাহমুদ বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ২৫ এপ্রিল বাবা চন্দনাইশ থানায় ডায়েরি করেছেন। মাকে সর্বশেষ আনোয়ারা এলাকায় দেখা গিয়েছে বলে আমরা খোঁজ পাই গতকাল। কিন্তু উল্লেখিত স্থানে তাঁকে পাওয়া যায়নি। আমরা দেশের সকল সচেতন মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি, কেউ যদি আমার মায়ের খোঁজ পান তবে তারা যেন এই নম্বরে (
+880 1828-866121) যোগাযোগ করেন।”
নিখোঁজ শাহনাজ বেগমের বর্তমান ঠিকানা, ভুট্টুর মিল, আসামবস্তি সড়ক, তবলছড়ি, রাঙ্গামাটি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ ওই নারীকে উদ্ধারের চেষ্টা চলছে। কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি তাঁর খোঁজ পান, তবে সরাসরি চন্দনাইশ থানায় যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।