টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার দুপুর ১২টার দিকে ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়র বিথি আক্তার (১৩), নরিল্যাহ সাহা পাড়া গ্রামের ইজিবাইকচালক আ. হাকিম (৬০) ও হাদিরা বাজারের ভ্যানচালক গোলাম মোস্তাফা।
রসনি ও বিথি ধনবাড়ী ভাউঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএস জসিম উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের বাসটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন।