প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, মোখার গতিবেগ ১১০ থেকে বেড়ে ১১৫ কিলোমিটার পর্যন্ত হয়েছে। এটি আজই অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকালে মোখার ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এরপর রাত নয়টার দিকে দেয়া ৭ নম্বর বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কথা জানায় তারা। এ সময় মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড় সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে। আজ ভোররাত তিনটায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।